Sunday, April 1, 2018

কবিতা করিডোর , মার্চ সংখ্যা , ২০১৮

প্রচ্ছদ : অভিশ্রুতি রায় 
অলংকরণের চিত্রগুলো ইন্টারনেট থেকে নেয়া ও তার ঋণ স্বীকার করা হচ্ছে 
সম্পাদক : শুভঙ্কর পাল 
সহ সম্পাদক : সব্যসাচী ঘোষ 
উত্তর -পূর্বাঞ্চল বিভাগের সম্পাদক - রাজেশ চন্দ্র দেবনাথ 
বাংলাদেশ বিভাগের সম্পাদক - ফারহানা রহমান 

সম্পাদকীয় : 
থেকে থেকে ঋতু রাজের গায়ে দমকা হওয়ায় গা জুড়িয়ে আসে । মাথার উপরে নিরন্তর ঘুরে চলেছে সিলিং ফ্যান । পেয়ালার চুমুকে চুমুকে উঠে আসুক কবিতা , গল্প, অনুগল্প , মুক্তগদ্য , কবিতা বিষয়ক গদ্য , প্রবন্ধ , অনুবাদ কবিতা আরো অনেক লেখা । কবিতা করিডোর এর ব্যাপ্তি ক্রমশঃ ছড়িয়ে পড়ছে । তার সঙ্গে জুড়ে গেছে দুটি নতুন বিভাগ । আড্ডা করিডোর ও খনন করিডোর এই দুটি বিভাগকে সাজিয়ে তুলেছে সব্যসাচী । সবটা মিলে মন্দ কাটবে না এই বসন্ত । ইতিমধ্যে সিকিমের পাহাড়ে ছেয়ে গেছে গুরাস ও রঙের বাহারি মুখ । আর যদি কিছু ভুল ত্রুটি থাকে সেখান থেকেই নতুন করে শিক্ষা নেবো ।আর এমন দিনে একটু একটু সময় নিয়ে খুলে দেখি কবিতা করিডোর ।

ধন্যবাদান্তে
শুভঙ্কর পাল
সম্পাদক -কবিতা করিডোর
**প্রসঙ্গত উল্লেখ্য , কবিতা করিডোরে প্রকাশিত কোন লেখা সম্বন্ধীয় দায় সম্পাদকের নয় ।

1 comment:

  1. খুব সুন্দর কাজ হয়েছে এই সংখ্যায়। এগিয়ে চলুক কবিতা করিডোর। শুভেচ্ছা- পাঠক, লেখক, সম্পাদক ও এর সাথে যুক্ত সবাইকে। মানিক সাহা।

    ReplyDelete