' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
Monday, April 30, 2018
অন্য মা
রৈবতী বন্দোপাধ্যায় ( চক্রবর্তী)
আজ লিখব এক নতুন গল্প, তিনি আমার জন্মদাত্রী নন। কিন্তু তার স্নেহের পরশে আমার জীবন পেয়েছিল এক শীতলতা। তার দেখানো আলোকিত পথে চলেছি এতদিন, আজ তিনি নেই , শোকস্তব্ধ আমি। ভাবছি সেই মায়ের কথা , সবারই জীবনেই হয়তো থাকে অন্য এক মা।
No comments:
Post a Comment