Monday, April 30, 2018

জলীয় জীবন 
==========
রাজশ্রী ব্যানার্জী 



সময়ের ঢাল বেয়ে দিনগত পাপক্ষয় ।
লবণাক্ত সম্পর্ক চিনেছে স্বার্থের প্রতিবিম্ব,
রক্ত,মাংস ,মজ্জা ছিন্নবিচ্ছিন্ন প্রহেলিকা,
অভ্যাসের দাস হয়ে লড়াই করাকেই বলে বেঁচে থাকা,
ঘরে বাইরে এমনকি বিছানায়-ও চলছে একই ছকের খেলা,
জলীয় সম্পর্ক এক আধার থেকে আর এক আধারের রূপ নেয়,
বিবেকের পাশে শুয়ে থাকে অবাঞ্ছিত আকাঙ্ক্ষারা ,
চুলচেরা আপোস কাজিয়া নিরন্তর,
জিরোতে থাকা জীবন বন্ধ্যা নদীর মত ফুরিয়ে আসে,
তবু প্রতিদিন মনে হয় ধোঁয়াশা কাটলেই সকাল ৷

No comments:

Post a Comment