Monday, April 30, 2018


রাজীব রায়ের কবিতা 


অনুভূতিমালা
২॥
সমস্ত পরিকল্পনা হাতে নিয়ে
বসে থাকে আমার মতো একটা দুপুর

স্মারক চিঠি আসে,
পরমায়ু দিয়ে অসুখ উড়ে যায়
মনে পড়ে—
কেউ কেউ দূরত্ব লিখেছিল

৩॥
সংংলাপ ও দৃৃশ্যাবলির পিঠে হাতপাখার হাওয়া

ইশারা বুঝি নি,
নিঝুম ছায়ার দিকে বৃৃত্ত সরে গেছে

দীর্ঘ অনুযোগের কাছে জমা থাকে মেঘ—
দূরত্বসূচক অনুভূতিমালা

No comments:

Post a Comment