Wednesday, October 2, 2019

অর্ক চট্টোপাধ্যায়ের কবিতা 

1.
নিশুত রাত হলে,
বিকেলবেলার আলো পড়ে, 
ভোরের আসবাবে।
নাম তার দিই
অবগাহন কোণ।।
2.
কথা বলো, বোলো না কথা।।
যৌবনের কথা, অতলজলের কথা, 
অস্থিস্পর্শ দিয়ে বলো,
ঠোঁটের আড়াল রেখে বোলো না।।
3.
সঙ্গস্মৃতির রেশম,
বুনে চলো হাওয়া।। 
দেখা কোরো বনান্ধকারে,
যেখানে অতীতের নামে,
রাখা আছে অবর্তমান।।


সাদা পাতার ফাইবারে, 
চলকে ওঠা বোতাম-মুখ।। 
চোখ বন্ধ হয়ে নেমে গেছে, 
ভেতর পর্যন্ত।। 
বোতামের উপর রাত নামছে, 
সন্ধ্যেবেলা। 

No comments:

Post a Comment