Wednesday, October 2, 2019


ফারহানা রহমানের কবিতা 

রাত।।

এখানে অনেক রাত
বিছানা পেতেছে অন্ধকার
চোখের ভেতর জড়িয়ে যাওয়া রাস্তা
সাদা শালুকের মতো ভেসে থাকে
সিঁড়িতে ঝুলন্ত ঘুম
দু'চোখের বিস্মৃতিতে ডুবে গেছে

অস্তিত্ব উপড়ে ফেলে
এতো আলো জ্বেলো না ঈশ্বর
স্মৃতি এসে ওষ্ঠ ও অধরে আশ্রয় নিলে
ব্যাকুলতা লীন হয়ে যায় জেনেও
কি করে ললাটের রেখাগুলো মুছে দিতে চাও?


ক্ষয়িষ্ণু প্রেমের দিনগুলোতে ।।

ক্ষয়িষ্ণু প্রেমের দিনগুলোতে
সময়ের জাল বুনে বুনে
নির্জলা মৌয়াল হয়ে
বিন্দু বিন্দু করে
নিজেকে বেঁধেছি যখন
তন্দ্রার অঘোরে
বেআবরু হয়েছে অতীত
বৃষ্টিভেজা রাতে
ছেড়ে গেছ পোয়াতি মাছের ডিম
ফুটপাতে বেছান জ্যোৎস্নায়
আশ্রয় নিয়েছ
ভাবনার নিস্তরঙ্গ স্রোতে
ব্যক্তিগত মগ্নতায়
নতুন পাখির ঠোঁটে
অমরতার ফানুস হয়ে
সেইসব বৈষম্যের কালেও আকুল
হয়েছে তোমার আদিম লাটিম
বেঘোরে বাতাস ছোটা কোনো এক
ভীষণ শীতের দিনে,
তবু স্রোতস্বিনী নদীর বিষাদে আমি
পুড়ি গেছি মহাশ্বেতা হয়ে
আজন্ম তৃষিত জ্বরশোকে

No comments:

Post a Comment