কবিতা হিসাবে
জ্যোতির্ময় মুখার্জি
যা সব লিখে চলেছি, তার প্রকৃত ঠাঁই হবে গারবেজে
অথচ লেখার কোনও বিরাম নেই
ভেড়ার পালের মতো কবিতা আসে
আর আমরা তাকে টেনে হিঁচড়ে বড়ো করে
মাথায় লাগিয়ে দিই দুটো শিং
তারপর একটা বড়োসড়ো লেজ সেঁটে দিতে পারলেই
কবিতা কমপ্লিট
যার লেজ যত বড়ো, সে তত বড়ো কবি
পূজা পাবার তার তত অধিকার
শিং নেড়ে সে হাম্বা ডাকে
লেজ নেড়ে তাড়ায় মাছি
আর এইভাবেই শুরু হয়ে যায় একটি গোরুর রচনা
যে রচনার শেষে, গোরুকে কেন্দ্র করে হাট বসে
চলে বিকিকিনি
চলে বাংলা-কবিতার খোলা বাজার
No comments:
Post a Comment