Wednesday, October 2, 2019

অরুণাভ ভৌমিকের কবিতা


১।  স্মৃতি


পুরনো জানালায় ভাসে মেঘ ও রোদ্দুর
বাতাসে গড়িয়ে যায় নির্জন হেমন্ত

সারাদিন তবু দুয়ারে দাঁড়িয়ে মেয়েটা।

২। অভিমান


প্রেমিকারা বড় অতিথি বৎসল
যেন সাদাভাত, যেন ঝমঝম বৃষ্টি

সারাদিন একা একাই মেঘ, কত যে মেঘ!

৩। একটি প্রেমের গল্প
      

অপেক্ষা থেকে উঠে আসে আড়াল
অনাবৃত দুই স্তূপ ঝুঁকেছে নীচের বাঁকে

তখন ঘুমিয়ে পড়েছে পাশের বাড়ি।

৪। অরণ্য ও শৃঙ্গার কথা
       

বিতান আর বর্ষা পাশাপাশি বৃক্ষ হতে চায়

মাঠের ওপাশে জারুল গাছ
তার নিকাশিতে বহুকাল আগের শৃঙ্গারের গন্ধ।

No comments:

Post a Comment