' কবিতা করিডোর ' উত্তরবঙ্গের প্রথম মাসিক ওয়েবজিন । এই ব্লগ নতুন সৃষ্টি নিয়ে ভাবে । কবিতা নয় সাহিত্যের নানা দিক ও চিত্রকলা থেকে চলচ্চিত্র সবেতেই এই ব্লগ নতুন ভাবনার পথিক ।
Wednesday, October 2, 2019
ওয়েসিস গায়েত্রী দেবনাথ
আধুনিক জীবনের ওয়েসিসে
লুটোপুটি স্যম্পেন মিশেছে
ঘরের মেঝেতে আগাছা গুল্মের বাগান
দেওয়ালের চির বেয়ে
রাজকাহিনী লিখে চলে
ইনসোমেনিয়ায় নিকষ রাত্রি
হীড়ের নোলক লাগিয়ে
তারাদের পথে হাটি।
No comments:
Post a Comment