Wednesday, October 2, 2019

ডায়েরি 
নীলাদ্রি দেব

অসংলগ্ন গল্পের দিকে উড়ে আসে মেঘ
মেঘ নয়, ক্লান্ত দুপুর
চারপাশে কুশহীন কুশের পুতুল
মেরুদণ্ড বেঁকে যায় শাসকের কাছে
পরিচয় পত্রগুলো নিজেদের সাথে জুড়ে নিয়ে
              কেউ তো বিক্রি করে সাপের খোলস
ট্রায়াল রুমের কাছে লাল সর্তকতা
বিষ দাঁত মেজে সাদা... আরো সাদা হয়ে ওঠে

No comments:

Post a Comment