Wednesday, October 2, 2019

ডার্ক চকোলেট

সৌভিক বন্দ্যোপাধ্যায়


মেঘ আর দার্জিলিংয়ের মধ্যে ভেসে আছে ডার্ক চকোলেট
গ্লেনারিজ থেকে হেঁটে বেরিয়ে পড়ছে ধূসর দিনের  মায়া
লাডেন-লা রোড বেয়ে চকিতে নেমে গেল যে বাদামি জ্যাকেট
তাকে আমি দেখেছি আগেও, খাদে পড়ে যাবার আগে
শেষবার বলেছিল "ভালোবাসি...." , আর পাহাড়ে
বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল একটানা
যে হোটেলে কেউ নেই, সব ঘর প্রাচীন দীর্ঘনিঃশ্বাস
দেখা হয় তার ফাঁকা করিডরে , যেন পাইনের বনে
হাওয়ায় দুলে ওঠে মুখ ...
ক্লান্ত ঘোড়ার পিঠে আনাড়ি টুরিস্ট -
পৃথিবীর সমস্ত সাধারণ ভালোলাগাগুলো
ফায়ারপ্লেসের সামনে চুপ করে বসে আছে হাজার বছর
মেঘ আর দার্জিলিংয়ের মধ্যে ভেসে থাকা ইনোসেন্ট ডার্ক চকোলেট
রাংতা-জীবনে মুড়ে চলে গেছে কেউ ...


1 comment: