Wednesday, October 2, 2019

উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায়ের কবিতা 

গল্পের অভ্যুত্থান






একটা হত্যা চাই
একটা হত্যার প্রতিবাদ
আরো একটা সকাল ঘনিয়ে আসছে চাতকের চোখে

আমাদের লিঙ্গ বৈষম্যের ভেতর অহরহ ঘূণপোকা
শরীর আস্তানা খুবলে খাচ্ছে শান্ত স্বভাবের মানুষ
আমরা মানুষ ভাবছি
আমরা চাইছি দু-পায়ের জীবের ভেতর একটা আশ্রয়


একটা হত্যার চিঠি লিখব
একটা প্রতিবাদের গন্ধ ভরিয়ে তুলবে
কবিতার শিল্পাঞ্চল
কবিরা শিখুক কবিতা লেখা বাদ দিয়ে
একজন প্রকৃত মানুষ কি করে হওয়া যায়

No comments:

Post a Comment