দীর্ঘশ্বাস
কচি রেজা
জ্যোৎস্না সবুজ হতে শুরু করেছে, আমি সন্ধ্যার সাথে
সেলাই করছি নিজের দীর্ঘশ্বাস
কেউ দেখেনি ভুরুর নীচে, শান্ত ছাতিমের গায়ে
এক অর্ধেক ঈশ্বর এসে দাঁড়ালেন
পাথরের পাল্লায় ওজন করে দেখি, নিজেকে বিয়োগ করছি
সূর্যের সাথে
এখন সন্ধ্যার মুখে হরিণ গেঁথে গেঁথে দীর্ঘ করছি
অবশিষ্ট দীর্ঘশ্বাস।
ভবঘুরে
দু’জন ভবঘুরের আলিঙ্গনে বেজে উঠেছে যে নিঃসঙ্গতা
যৌথ মেঘে্র নীচে যেভাবে ভিজছে তারা
একদিন আমরাও ভিজতাম, দিশেহারা হয়ে বাজাতাম
মৃদু অন্ধকার
আজ হৃদয় হাতড়ে দেখি, মেঘ নেই, অভীপ্সার টুপ টাপ নেই।
No comments:
Post a Comment