Saturday, November 30, 2019

অসুখ
নীপবীথি ভৌমিক
চিত্রঋণ : ইন্টারনেট 

 ‌ সমস্ত অসুখের কাছেই যত ধার দেনা আমাদের।
  অথচ, কখনো কি সে বলেছে তোমায়
    দেনা পরিশোধের জন্য !

    শরীরের আঁচ ভাঁজ গলিপথ দিয়ে বয়ে 
   যায় সে আজন্মকাল,
  হাঁড় মজ্জায় হাত রেখে সুর তোলে নট ভৈরবের মৃদঙ্গে 

    ঋণ আমরা করি না। ঋণ হয়ে যায় আসলে।
    ভুল থেকে ভুলের ঋণে জড়িয়ে ‌জড়িয়েই 
   অসুখ এসে পরিশোধ করে জীবন ঋণের হিসেব।

No comments:

Post a Comment