রহস্য বিধবা
পীযূষ সরকার
টানা আটমাস খুব সন্তর্পণে খুন হলাম আমি । মরদেহে সামান্য মাটি বা আগুন দিল না কেউ । দিন তিনেক অশৌচ না , দুবেলা হবিস না ! আমার অতৃপ্ত আত্মা এখন ফনীর মতো উড়ে বেড়ায় । নিজের ঘর নিজে ভাঙে , নিজের গাছ উপরে ফেলে নিজের ভবিতব্যে । পরিবারের চোখে জল । ঈশ্বরের কপালে ভাঁজ । মৃত্যুর পর এই জীবদ্দশা ,এই অস্থিরতা অলক্ষুণে বৈকি !
ময়নাতদন্ত শেষ । হতোদ্যম পুলিশ কুকুর ।
কী শাস্তি ? কী বিধান ? এ ক্ষতির দায় নেবে কে বা ?
খুনিও কাছের লোক ..
নিষ্পাপ । প্রণয়ী । রহস্য বিধবা...
পীযূষ সরকার
টানা আটমাস খুব সন্তর্পণে খুন হলাম আমি । মরদেহে সামান্য মাটি বা আগুন দিল না কেউ । দিন তিনেক অশৌচ না , দুবেলা হবিস না ! আমার অতৃপ্ত আত্মা এখন ফনীর মতো উড়ে বেড়ায় । নিজের ঘর নিজে ভাঙে , নিজের গাছ উপরে ফেলে নিজের ভবিতব্যে । পরিবারের চোখে জল । ঈশ্বরের কপালে ভাঁজ । মৃত্যুর পর এই জীবদ্দশা ,এই অস্থিরতা অলক্ষুণে বৈকি !
ময়নাতদন্ত শেষ । হতোদ্যম পুলিশ কুকুর ।
কী শাস্তি ? কী বিধান ? এ ক্ষতির দায় নেবে কে বা ?
খুনিও কাছের লোক ..
নিষ্পাপ । প্রণয়ী । রহস্য বিধবা...
No comments:
Post a Comment