ইচ্ছে
সুজন বিশ্বাস
থাকিতে চাইনা আমি আর ঘরের কোনে,
আমিও দেখতে চাই পৃথিবীটা ঘুরছে কেমনে!
কোন আশায় কোন নেশায় ঘুরছে সে অবিরাম,
সূর্যটাও কোনোদিন নেবে নাকি বিশ্রাম!
আমিও যাবো কখনো নরওয়েতে,
দেখিব কেমনে সূর্য কিরণ দিচ্ছে মাঝরাতে!
কলঙ্কিত চাঁদের কিসের এত অভিমান,
কেনো সে থাকে না সর্বদা বিরাজমান!
আমি দেখিতে চাই কি মায়া আছে এই জগৎ সংসারে,
কেনই বা মানুষ বাস করে সুখের অন্ধকারে!
সুজন বিশ্বাস
থাকিতে চাইনা আমি আর ঘরের কোনে,
আমিও দেখতে চাই পৃথিবীটা ঘুরছে কেমনে!
কোন আশায় কোন নেশায় ঘুরছে সে অবিরাম,
সূর্যটাও কোনোদিন নেবে নাকি বিশ্রাম!
আমিও যাবো কখনো নরওয়েতে,
দেখিব কেমনে সূর্য কিরণ দিচ্ছে মাঝরাতে!
কলঙ্কিত চাঁদের কিসের এত অভিমান,
কেনো সে থাকে না সর্বদা বিরাজমান!
আমি দেখিতে চাই কি মায়া আছে এই জগৎ সংসারে,
কেনই বা মানুষ বাস করে সুখের অন্ধকারে!
No comments:
Post a Comment