Saturday, November 30, 2019

বাংলাদেশের কবিতা 


মুদিরছড়া খাল

নিলয় রফিক

সুন্দর লুন্ঠনে যুদ্ধে-মাঠে দুই বীর
সময় দর্পনে জয়ে মৈনাক পর্বতে
দেবাতার মিনতির শিবে প্রশ্নমালা
রাবণের ক্লান্তহীন কাঁধে লংকায়।

বিশুদ্ধ তপস্যা ধ্যানে শেকড়ে জানালা
যাত্রা -পথে প্রাকৃতিক আকাশে গর্জন
রথের জলবিয়োগে স্বপ্ন ভাঙা মন!
নোনাজলে সূর্যমূখী প্রাসাদে উড়াল

মহাদেব পাহাড়েই অদৃশ্য জীবন
স্নানের জোড়াপুকুর পবিত্র শরীর
প্রার্থনায় নিয়তির মাটির ললাটে
আদিনাথে তীর্থমেলা পূর্ণাতা সাঁকোর।

রাবণে- মুদিরছড়া খালে ইচামাছ
অমৃত সুস্বাদু ঝোঁল পারানজুড়ায়


কুয়াশার ঝাঁপি খোলা রোদ
টিপু সুলতান


শাদা কাগুজে চিনি দধি মিশ্রিত কালোজাম
টকজল গন্ধ ওড়ে
মাছি ওড়ে,মানুষ ওড়ে...
পিঁপড়ার গুটি পা ক্যাশপ্যাট থেকে বাঁকা পথ ঘুরতে ঘুরতে
টিস্যুর মত পরিত্যক্তায় জমাট বাঁধে
দীর্ঘ ধূলির ভেতর গ্রাম ও শহর
সঞ্জীবিত সংযোগ,গল্পজোট,ধ্রুব পুরস্কার;

আজকের,ঘষামাজা সামাজিক তরুণের অভিমুখ
এক কাপ লাল চায়ের ফিরফিরে ফুঁ,
উষ্মতার ধোঁয়া,মন্থ পাঠের লোকালয়-
তীর্থঘোড়ার বেতাল ক্ষুরশব্দ,কুয়াশার ঝাঁপি খোলা রোদ
সৌমিত্র রঙের সকল গুমোটের খোলস ভাঙে।



শীতকালীন মানুষ 
মোহাম্মদ জসিম


সাঁতারু নৈঃশব্দে এসে মরে যায় শীতকালীন
                                                            খুশি—

প্রচ্ছায়া উপচে পড়া চকচকে মানুষটি আসুক!

শীতের প্রতিভা নিয়ে গণিতের বই লেখা হয়
তোমার গল্পটি তবু হিমরাতে বিকল্প আশ্রয়...

শীত ও শোকের রাতে তুমি আমি নিমগ্ন ডাহুক।



ক্যানভাস

সীমান্ত হেলাল


এই মৃত্যুর মিছিলে আমি এক নির্বাক দৃশ্য মাত্র

পেন্ডুলামে ঝুলে আছি স্থিরচিত্রের মতো-

সবাই গায়ে মাখানো বর্নিল রঙ দেখছে

ভেতরে ভেতরে কতটা-ভিজে নাজুক হয়ে আছি
তা দেখেনা কেউ

অজস্র রঙের কারুকাজে প্রচ্ছদে ঢাঁকাপড়া
আমি এক নিখোঁজ ক্যানভাস

No comments:

Post a Comment