Saturday, November 30, 2019

কবিতা করিডোর , হেমন্ত সংখ্যা , ২০১৯



কবিতা করিডোর , হেমন্ত সংখ্যা , ২০১৯

প্রচ্ছদ শিল্পী : মনতোষ বসাক
অলংকরণ : শুভঙ্কর পাল
সম্পাদক : শুভঙ্কর পাল
উত্তর পূর্বাঞ্চলের সম্পাদক :রাজেশচন্দ্র দেবনাথ

সম্পাদকীয় :

শীত সেভাবে জাঁকিয়ে না এলেও মন্দ লাগছে না দুপুর গড়িয়ে যাওয়া এই মিঠেকড়া রোদ । শরীরের প্রতিটি কোণায় কোণায় একটু ঘুমের আবেশ ছড়িয়ে দিচ্ছে ।  বটের শুকনো পাতার খসখসে শব্দে একদল পাখি উড়ে গেলো ।  ওই গোলদীঘির মাথা পেরিয়ে পশ্চিমে যেতে যেতে কি জেনো বলে গেলো ! প্রিয়াঙ্কা রেড্ডি আর নির্ভয়া নাম রাখতে ভয়ে শিউরে উঠছে !  কাল কী ভবিষ্যৎ এদের জন্য লেখা আছে এই নিয়ে ঘুম আসেনা বাবা -মায়েদের ।  আইন কী শুধুই বই-এর পাতায় অংক শেখাবে ?  আরো একবার ওই নর পিশাচদের উপযুক্ত শাস্তির বিধান দিক আদালত । নাহলে শেষের সেদিন ভয়ংকর হয়ে উঠবে ।

এই কঠিন পরিস্থিতিতে ভাষা হারিয়ে ফেলছি ।  যাকিছু নতুন সৃষ্টি তাকে বাঁচিয়ে রাখতেই কবিতা করিডোর এর হেমন্ত সংখ্যার প্রকাশ ।

ধণ্যবাদান্তে
শুভঙ্কর পাল
সম্পাদক - কবিতা করিডোর
যোগাযোগ : শুভঙ্কর পাল
ই মেইল : subhabrb@gmail.com
মুঠোফোন : ৯৯৩৩৭৭০৫৪১

2 comments:

  1. সম্পাদনায় আরোও সতর্কতা চাই ভাই শুভংকর।

    ReplyDelete
    Replies
    1. কোন বিষয়ে একটু খুলে বলুন

      Delete