ফাঁপা হে তারামদ
হাসান রোবায়েত
কোথাও নিমফুল নদীপাড়ে
ঝরছে শাদা শাদা গন্ধিনী
হে স্বেদ বিদ্যুৎ, শরিরীনী
অহেতু পচে যাও যোগাযোগে—!
আত্মহত্যার এ শাওন
যেখানে ঘুমগায় অনায়াসে
আমিও শুয়ে পড়ি কার পাশে
ঘুরছে গোধূলির রুবিকন—
স্যানাটোরিয়ামের পাশে দিন
টুপছে জন্মের নাই সীমা
আমাকে ফেলে গেছে কুমারী মা
রোদের নাভি জুড়ে বাজে ঋণ
আমার ভেড়াগুলো এই মাঠ,
শুয়েছে বাতাসের নিরালোকে
ঘাসেরা মরে গেলে বীতশোকে
শূন্য ঘরটিতে কড়িকাঠ
একলা ঘুনে খায় অহেতুক—
আঙরা জ্বলে নাই গত শীতে
আমার কুমারী মা পূরবীতে
আমি কি কেউ—! ভেবে দেখি মূক—
ফাঁপা হে তারামদ, সুরসীমা
মানুষ দূরে গেলে কার হয়—?
ঘাসের বুক জুড়ে সংশয়
আমাকে ফেলে গেছে কুমারী মা—
হাসান রোবায়েত
কোথাও নিমফুল নদীপাড়ে
ঝরছে শাদা শাদা গন্ধিনী
হে স্বেদ বিদ্যুৎ, শরিরীনী
অহেতু পচে যাও যোগাযোগে—!
আত্মহত্যার এ শাওন
যেখানে ঘুমগায় অনায়াসে
আমিও শুয়ে পড়ি কার পাশে
ঘুরছে গোধূলির রুবিকন—
স্যানাটোরিয়ামের পাশে দিন
টুপছে জন্মের নাই সীমা
আমাকে ফেলে গেছে কুমারী মা
রোদের নাভি জুড়ে বাজে ঋণ
আমার ভেড়াগুলো এই মাঠ,
শুয়েছে বাতাসের নিরালোকে
ঘাসেরা মরে গেলে বীতশোকে
শূন্য ঘরটিতে কড়িকাঠ
একলা ঘুনে খায় অহেতুক—
আঙরা জ্বলে নাই গত শীতে
আমার কুমারী মা পূরবীতে
আমি কি কেউ—! ভেবে দেখি মূক—
ফাঁপা হে তারামদ, সুরসীমা
মানুষ দূরে গেলে কার হয়—?
ঘাসের বুক জুড়ে সংশয়
আমাকে ফেলে গেছে কুমারী মা—
No comments:
Post a Comment