Sunday, February 2, 2020


ধোঁকা
নৈরিৎ ইমু



একটা পাখির সাথে দেখা হয়
নবজন্মের গান গেয়ে ওড়তেছে সে
আমরা আকাশ বলি যাকে, সেইখানে
আমরা মৃত্তিকার ছায়া
পাখিটির ডানার ভাষা পড়ি
মূর্খ মুখভঙ্গিতে
বুঝি না আদতে কিছু
চাঁদের শরীরে ফেলি বীর্য
কোথাও নারী নাই, নাই কোন মদ
পশুর লোমের মতো গজিয়েছে ঘাস, আমাদের শরীরে
এখানে নিড়ানি রাখা যায়
আঁচড় ফুটিয়ে তোলা ক্ষুধার আলপনা যেনো
হাড়ের ভেতর থেকে আদিমতা জাগে
জেগেছে যেমন পাহাড়
উঁচু নিচু পাথরের স্তুপ, গুহাবাসী নকশা আঁকা
একটা পশুর মাথা, একটা মানুষের দেহে
অনেকগুলো তারা, রান্না হচ্ছে হাড়িতে
জলজ মৎসচোখ দুটো পাতার আদলে
আমাদের সন্তানেরা হিস্টিরিয়া রোগী
কচলে লেবুপাতা তাদের নাকে ধরা লাগে
ফলে তারা ফিরে আসে, না এলেও পারে
পুরনো বাকলের মতো তারা মা-বৃক্ষ থেকে উঠে আসে
এখানে কোন নারী নাই, নাই কোন মদ
আমাদের পিপাসাও মরিচিকার মতো ধোঁকা।
একটা পাখির সাথে দেখা হয়
আমাদের আদিপিতা, নবজন্মের গান গায়
আমরা দু-চোখ বুজে সেই সুরে ঘুমাবার চাই।



No comments:

Post a Comment