Sunday, February 2, 2020

প্রেমের অণু কবিতাগুচ্ছ
আরিফুর রহমান

     
দিব্যি
💚
একটা পথ খুঁজছি,
যে তোমার নতুন ঠিকানায় পৌঁছে দেবে 
আমার আশীর্বাদ।

অবাক হলে?
আমি তোমার মাথা খেতে কী করে যাবো বলো?
   
    
মৌমাছি
💚
রাই সরষের দিনগুলোতে আমাদের কোনো কষ্ট নেই, পুষ্প আছে
অথচ এই তো গেলো একেকটা দিন
চুমু ছাড়া কিছু খাইনি দু'জন
সত্যি চুমু ছাড়া কিছু পাইনি দু'জন!     


দাম্পত্য
💚
এই শীতেও থার্মোমিটারের পারদ
কতটুকু উঠলো বা কত নিচে থাকলো না
অথবা শিশিরের ঝরে যাওয়া
টুপ্ টাপ টুপ্ টাপ কান্না
আমরা ছাড়া কেউ জানে না
কিংবা জানলো না!      


প্রলাপ
💚
তুমুল জ্বরের দিনে জলপটি খুঁজি
খুঁজি খুঁজি খুঁজি
আরও খুঁজি,
খুঁজতে খুঁজতে তোমাকে পেয়ে যাই     

তারপর নিজেকেই হারিয়ে ফেলি! 


সে রাতে কারফিউ ছিলো
💚  
'তোমার হবো' বলতে যাবো, শুনি
শহরে নৈঃশব্দের করুণ কলরব
ঘোর কুয়াশা আটকালো, ও রব!
'বলা হয়নি' জেনেছিলো যামিনী

'তুমি ভোর অব্দি অপেক্ষায় ছিলে'
দখিনা বাতাসে আজও এ বিলাপ শুনি।

No comments:

Post a Comment