অকহতব্য
অনিরুদ্ধ দেব
অনিরুদ্ধ দেব
ঠোঁটের ওপর ঠোঁট রাখলে বুকের ভিতর থেকে উঠে আসে পুরনো শ্রাবণের মাইজভান্ডারী গান।
উঁচু টিলার ওপর উবু হয়ে বসে তাকিয়ে আছি দূরে, অনেক দূরে
যে দূরত্বে কেউ কারোর নয়। সব ধ্রুবক। সব সত্য।
যে দূরত্বে কেউ কারোর নয়। সব ধ্রুবক। সব সত্য।
দিগন্তের কাছে ধানের শীষে জমে আছে অগ্রহায়ণের ভার্জিন শিশির
কুমারীর স্তনের মতো।
কুমারীর স্তনের মতো।
জলের ছায়ার ভেতর থেকে উঠে আসছে সারি সারি জাফরানি প্রজাপতি।
জোনাকির নিওন আলোর মতো করে তার রূপ দেখে বটের পাতায় একদিন লিখেছিলাম সারেগামার সুরেলা ষড়যন্ত্র।
আকাশের আজ মন খারাপ। বোধহয় মেঘের অশ্রুর সাথে ঝরে পড়বে আমাদের সব অকহতব্য ধ্বনিমধুর শিলালিপি।
No comments:
Post a Comment