অর্ক চট্টোপাধ্যায়ের কবিতা
চিত্র ঋণ : টনি এন্ডারসন
চিত্র ঋণ : টনি এন্ডারসন
১
বেহালার ছড়,
আর হাঁটু ছড়ে
ছোটবেলার খেলা।
বাতাসে বিষণ্ণতার মৃদু আয়োজন।।
২
শব্দ দিয়ে শঙ্খপ্রদীপ
গড়িয়ে নেবার আঙ্গিকে
রাতের মনে শ্রবণ পেল
দৃশ্য জোড়া সঙ্গীকে
গড়িয়ে নেবার আঙ্গিকে
রাতের মনে শ্রবণ পেল
দৃশ্য জোড়া সঙ্গীকে
৩
মনে পড়লে তোকে,
মধ্যিরাত ফিরিয়ে দেয়,
সফেন সুদূর প্রভাত।।
সূর্যাস্ত পরবর্তী ধূলিকণা,
গোধূলি না বলে,
নাম দিলাম তার,
ভালোবাসা।।
৩
কুয়াশার নাম রাখলাম হেমন্ত।
অন্যপ্রান্তে কার স্বর শোনা যায়?
জঙ্গল পেরিয়ে চেলো বেজে ওঠে।
আজ কোমা রিপোর্টের নাম দিয়েছি
বিশ্বস্ত ভালোবাসার চিঠি।
দিগন্তে সন্ধ্যা নামেনি তখনো,
কে যেন বলেছিল তখনি,
'ওপারে একটা পিয়ানো রাখা থাকবে।'
ঠিক জেনো, ঠিক যেন, অধরা
হারমোনিকা আর বসন্তমালতীর সুবাস খেলবে।
সেদিন ভায়োলিনের আদরে ডাক দেব হেমন্তকে,
বলবো, 'ওহে বিধুরা, ওপার যে নেই, হয় না তো!
এপারেই চলো বাজাই বিষণ্ণতার অফুরান বাঁশি।'
অন্যপ্রান্তে কার স্বর শোনা যায়?
জঙ্গল পেরিয়ে চেলো বেজে ওঠে।
আজ কোমা রিপোর্টের নাম দিয়েছি
বিশ্বস্ত ভালোবাসার চিঠি।
দিগন্তে সন্ধ্যা নামেনি তখনো,
কে যেন বলেছিল তখনি,
'ওপারে একটা পিয়ানো রাখা থাকবে।'
ঠিক জেনো, ঠিক যেন, অধরা
হারমোনিকা আর বসন্তমালতীর সুবাস খেলবে।
সেদিন ভায়োলিনের আদরে ডাক দেব হেমন্তকে,
বলবো, 'ওহে বিধুরা, ওপার যে নেই, হয় না তো!
এপারেই চলো বাজাই বিষণ্ণতার অফুরান বাঁশি।'
No comments:
Post a Comment