প্রিয়জন খুঁজি, পরিজন খুঁজি
বিকাশ দাস (বিল্টু )
বিষাক্ত শ্বাসে জলে নোঙর ফেলে দু চোখ
প্লাবিত জলধারায় বয়ে যায় বাবার চিতা
ভাঙনের ভূমিতে দাঁড়িয়ে মাটি খোঁজা, ছায়া খোঁজা
মেঘের সাথে রোদের কেমন ছায়া আধারি লুকোচুরি খেলা
পাড়ে পাড়ে আছড়ে পড়ে জলধারা,কথার কলিরা থেমে যায়
ঢেউ উঠে,বড়ো বড়ো ঢেউ
ভাঙে পাড়
মাঝি বয়ে চলে নাও
এলোকেশী মানসাই পাগলিনী
প্রিয়জন খুঁজি,প্রিয়মুখ খুঁজি,ভূমি খুঁজি
ছেড়া পালে তান খুঁজি,
গান খুঁজি,প্রাণ খুঁজি
গান ধরি, জল ছলছল চোখে সাগর দেখি
জল শুধুই জল, ভূমি নেই , বাবা নেই
ছাইভস্মও নেই
শ্মশানও নেই
বিলীন সব মানসাইয়ের গর্ভে
No comments:
Post a Comment