Sunday, February 2, 2020

নীলকণ্ঠ(অনুগল্প )
কৃষ্ণেন্দু দাসঠাকুর
 


ঘড়ির কাঁঁটায় তখন প্রায় দুটো। হঠাৎ বিছানায়  উঠে বসলো। সামনের দেওয়ালে টিকটিকিটা একটা পোকাকে কিছু বুঝে ওঠার আগেই খপ্ করে ধরে ফেলল। পাশে স্ত্রী ও একমাত্র মেয়ে ঘুমাচ্ছে। আশ্বিন মাস পড়ে গেছে। হালকা ঠাণ্ডা পড়েছে। ফ্যান চলছে। অনুপম বুঝতে পারলো, তবু সে দরদর করে ঘামছে। "অভিরূপ স্যার বলতেন--অনুপম তোর কলেজে পড়ানোর ক্ষমতা রয়েছে। সে যাইহোক চাকরিটা সে নিজের যোগ্যতাই পাই না। পার্টি করে দিয়েছে।" জানে এটা খুব সাধারণ ব্যাপার।  এ-ও জানে কেউই জানবে না। মনে রাখবে না। তবু এইটাই তাকে অনেকরাত্রি ঘুমাতে দেয়নি।   
--কী গো আবার সেই স্বপ্নটা দেখেছো?
স্বপ্নের বিষয়টা নীলা আগে অনেকবার জিজ্ঞেস করেছে, আর করেনা।এর উত্তর হয়তো কোনদিনই পাবে না।

No comments:

Post a Comment