ডিগ্রিধারী বেকার ও বাম্পার অফার
মৃণালিনী
ছাপ্পান্নতলার মাল্টি ন্যাশনাল অফিসের গেট থেকে
বিষন্নতার একটু মেঘ ও দীর্ঘশ্বাসের ভালোলিন হাতে ফিরে এল যে তরুন
তার গতিপথ গঙ্গার দিকে, ফ্রেস ইয়ার! না । আত্মহত্যা করবে নিশ্চয়!
তারপর আর কী? পরকাল জন্মান্তর বেকার আত্মহত্যা-চক্রাকারে আবর্তন
জীবনকে যদি উপন্যাস হিসেবে ধরা হয় তাহলে প্রতিটি অধ্যায় অজানা চমক
আর কর্মের ওপর ভাগ্য নির্ভরশীল ধরলে প্রয়োজন একটি সুপারহিট প্লটের লেখক।
ছেলেটি লম্বা ও ফর্সা, চুল দাড়ি কামিয়ে টেকো মাথায় ঠিক যেন শ্রীচৈতন্য প্রভু
কিন্তু বাজার মন্দা জেনেই ছেলেটিকে বলা হল, অভিনয় জানো অভিনয়?
সাকার নিরাকার মূকাভিনয় বা শারীরিক ভাব ভঙ্গিতে ভক্তির রসে গদগদ
আর হঠাৎ হঠাৎ বজ্র কন্ঠে 'জয় মা তারা বম কালী' ব্যাস।
মা তারা বা মা কালী একজন হলেই হবে পুরুষ ভক্তদলের ব্যাপার
মায়ের কাছেই ওরা বেশি কমফোর্টেবল, মহিলাদের আবার বাবা চাই-ই চাই,
জীবন্ত হলেই আনন্দ। দিনেরাতে ঈশ্বর ডাকে উত্তম ব্যাবসা- তান্ত্রিক জগৎময়
রণে বনে জলে জঙ্গলে ঝোপের আড়ালে স্বয়ং ঈশ্বর অথবা তার দূত
বাবাজী মাতাজীর বাণীতে ভরে উঠছে বাগান। বুঝলে কি না হে,
কালো বা লাল পোষাক, আর পাথুরে কলকাতার বুকে একটি প্রাচীন বট
রুদ্রাক্ষমালা সিঁদুর কপালে রাজটিকা বটবৃক্ষের গোড়ায় যোগাসন
ভক্ত-ভক্তিনীর ঢল ঢালু বেয়ে গড়িয়ে আসবে চিরকাল
শত মুখের প্রচারে তুমি হট থেকেই হিট দেবতা। বুঝলে কি না হে,
এরপরের গল্পটা পাঠকের জানা- 'তোমার মঙ্গলে দোষ আছে'-সুতরাং
মৃণালিনী
ছাপ্পান্নতলার মাল্টি ন্যাশনাল অফিসের গেট থেকে
বিষন্নতার একটু মেঘ ও দীর্ঘশ্বাসের ভালোলিন হাতে ফিরে এল যে তরুন
তার গতিপথ গঙ্গার দিকে, ফ্রেস ইয়ার! না । আত্মহত্যা করবে নিশ্চয়!
তারপর আর কী? পরকাল জন্মান্তর বেকার আত্মহত্যা-চক্রাকারে আবর্তন
জীবনকে যদি উপন্যাস হিসেবে ধরা হয় তাহলে প্রতিটি অধ্যায় অজানা চমক
আর কর্মের ওপর ভাগ্য নির্ভরশীল ধরলে প্রয়োজন একটি সুপারহিট প্লটের লেখক।
ছেলেটি লম্বা ও ফর্সা, চুল দাড়ি কামিয়ে টেকো মাথায় ঠিক যেন শ্রীচৈতন্য প্রভু
কিন্তু বাজার মন্দা জেনেই ছেলেটিকে বলা হল, অভিনয় জানো অভিনয়?
সাকার নিরাকার মূকাভিনয় বা শারীরিক ভাব ভঙ্গিতে ভক্তির রসে গদগদ
আর হঠাৎ হঠাৎ বজ্র কন্ঠে 'জয় মা তারা বম কালী' ব্যাস।
মা তারা বা মা কালী একজন হলেই হবে পুরুষ ভক্তদলের ব্যাপার
মায়ের কাছেই ওরা বেশি কমফোর্টেবল, মহিলাদের আবার বাবা চাই-ই চাই,
জীবন্ত হলেই আনন্দ। দিনেরাতে ঈশ্বর ডাকে উত্তম ব্যাবসা- তান্ত্রিক জগৎময়
রণে বনে জলে জঙ্গলে ঝোপের আড়ালে স্বয়ং ঈশ্বর অথবা তার দূত
বাবাজী মাতাজীর বাণীতে ভরে উঠছে বাগান। বুঝলে কি না হে,
কালো বা লাল পোষাক, আর পাথুরে কলকাতার বুকে একটি প্রাচীন বট
রুদ্রাক্ষমালা সিঁদুর কপালে রাজটিকা বটবৃক্ষের গোড়ায় যোগাসন
ভক্ত-ভক্তিনীর ঢল ঢালু বেয়ে গড়িয়ে আসবে চিরকাল
শত মুখের প্রচারে তুমি হট থেকেই হিট দেবতা। বুঝলে কি না হে,
এরপরের গল্পটা পাঠকের জানা- 'তোমার মঙ্গলে দোষ আছে'-সুতরাং
No comments:
Post a Comment