Sunday, February 2, 2020

সুবীর সরকারের কলমে বুক রিভিউ 
তলোয়ারের ডানা থেকে এক নতুন গল্পের ঘ্রাণ 


মাঝে মাঝে আমরা
আশ্চর্য ভ্রমণে যাই।
আশ্চর্য স্পর্শ হয়
আশ্চর্য চোখের কথা...

এই এত সব আশ্চর্য!
কোথা থেকে আসে,
এই এত সব আশ্চর্য যোগ করলে...
শুধু তুমি শুধু আমি

আমাদের বুকভর্তি গুনগুন...

কি তীব্র এক দর্শন!কি প্রবল এক জীবনবোধের বিস্ফোট!সাদামাটা কতগুলি শব্দ দিয়ে কবি এক আবহমান জীবনের ম্যাজিক গুছিয়ে রাখছেন।সম্প্রতি পাঠ করলাম তরুণ কবি বিশ্বজিৎ-এর কবিতার বই-'তলোযারের ডানা থেকে'।চার ফর্মার এই বইটির প্রথম কবিতাটি দিয়েই শুরু করলাম এই লেখাটি।এর আগেও বিশ্বজিৎ এর একটি বই পাঠ করেছি আমি।আর ওর কবিতা তো নিয়মিতই পড়া হয়।
বিশ্বজিৎ একটা ঘোর জড়িয়ে হাঁটেন।আত্মপীড়ন ও আত্মখনন  জড়ানো তার কবিতাজীবন।বিশ্বজিৎ বলেন-
দিন ও রাতের মাঝে,
কেটে কেটে যাচ্ছে মুগ্ধতা...
কিংবা-
নিজেকে দেখে নিজেই হাসি
গল্প বানাই।
আকাশের মাঝে ফেরি করি,
সমস্ত পাওয়ার গান।
কবিতায় কবিতায় এক তাঁতকল।নিজেকে অতিক্রম করতে করতে অতিক্রমনের এক জায়মান বিস্তারের কুহকে ডুবে যাচ্ছেন কবি।তার এই চলাচলের বৃত্তায়নে এক ভাঙনের দেশে বসে থাকা বেহালাবাদকের করুন সুর পাঠকের শিরা উপশিরায় কেমন ধাক্কা দেয়!এক মায়া।এক চুম্বক প্রাবল্য!একজন কবি তো এখানেই জিতে যান,কেননা পাঠক দুলে ওঠে আর বিষ্মিত হন।বিশ্বজিৎ সেই কত কত জন্ম ও জন্মান্তর থেকে আবহসঙ্গীত  শোনাতে থাকেন-
'কিছুই বলার নেই।

কিছুই বলার ছিল না।

চারিদিকে শুধু বয়স বাড়ছে'।
সামান্য কতগুলি শব্দ।সামান্য তিনটি লাইন।অথচ কি অসামান্য।কি মোক্ষম।কি জরুরী হয়ে ধেয়ে আসছে আমাদের দিকে।
প্রান্তে বসবাসকারী এই তরুণ কবি বিশ্বজিৎ অত্যন্ত মগ্ন থাকেন।অবিরাম পলায়ন করে তিনি দুপুর রৌদ্রে এসে দাঁড়ান।অনবরত এক দাউদাউ খোঁজ জাগিয়ে রাখেন নিজেরই ভেতর।দেশকাল নদী মেঘ প্রেম সম্পর্ক বিয়োগব্যথার মতো হাইফেন হয়ে বুঝি উড়ে যেতে থাকে দিক ও দিগরের দিকে।মানুষের মনোজগতের আলো ও অন্ধকারগুলি খুব নিখুঁত হয়ে ওঠে বিশ্বজিৎ-এর ভাষ্যে-
'চারিদিকে  এত চিৎকার
হাসি,একই কথা বলে।
একই নামে বারবার ইতিহাস গড়ে তোলা
পুরনো দাগ,নতুন জুতো
সেজে ওঠা ঘরবাড়ির গল্প'
আবার সে দেখে,দেখে ফেলে এবং আমাদের দেখায়-
'জুয়া ও জুয়াড়ির মাঝে
                 একপলক শারদীয়...'
বিশ্বজিৎ কবিতায় কবিতায় ধ্যান ছড়িয়ে দিচ্ছেন।তার কবিতায় মন্ত্রের মগ্নতা।উচ্চকিত শব্দের ক্লান্তি বহন করে না সে।কবিতা তার বেঁচে থাকবার আবাদভূমি।অন্নজল।কি সহজিয়ায় এই তরুণ লেখেন,লিখে ফেলেন-
'আরও রাগি হয়ে উঠছি,
নতুন ম্যাজিকের শহরে'...
বিশ্বজিৎ-এর কবিতা পৃথিবীতে ভরা হাটের গমগম।অদ্ভুত যৌথতার ইশারা।এই কবি ভালোবাসার কথা মায়ার কথা জীবনের কথা বলেন।প্রবল নান্দনিক প্রচ্ছদ করেছেন হিরণ মিত্র।ঝকঝকে এই বইটির প্রকাশক:স্রোত পাবলিকেশন।
শক্তিশালী তরুণ কবি বিশ্বজিৎ আমাদের বাংলা কবিতার অর্জন ও অহংকার।আমি এই তারুণ্যকে কুর্নিশ করি।
ভালোবাসা,ভাই বিশ্বজিৎ...

2 comments:

  1. বইটি পড়ি, তবে সুবীরদার অসাধারণ রিভিউ পড়ে মনে হচ্ছে পড়তেই হবে।

    ReplyDelete
  2. As reported by Stanford Medical, It is in fact the one and ONLY reason this country's women get to live 10 years longer and weigh on average 42 pounds less than us.

    (By the way, it is not about genetics or some secret diet and really, EVERYTHING about "how" they are eating.)

    BTW, I said "HOW", not "WHAT"...

    Tap on this link to uncover if this easy test can help you decipher your real weight loss potential

    ReplyDelete