জ্যোতির্ময় মুখোপাধ্যায়
বেশ বুঝতে পারছি,
নিজেকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ছি প্রতিদিন
নিজের চারিদিকেই মশারি টাঙিয়ে ফেলেছি
মশারির খুঁটগুলো এতদূরে বা কোথায়
যে রেখে এসেছি, আর মনেই পড়ে না
সবাই বলছে, আমি নাকি অসামাজিক
আমি নাকি কথা বলতেই ভুলে গেছি
জানি না, হয়তো তারা সত্যি
কিন্তু আমি যে আর, কারো কথা
শুনতেই পাই না, শুধু কথা দেখি
শব্দগুলো বর্ণ হয়ে যায়
বর্ণগুলো লেখা
লেখার শর্তেই আজ আমি বড্ড একলা
No comments:
Post a Comment