Sunday, February 2, 2020

জায়গির
সমীরণ ঘোষ 


কাচের ফিনকি খুলে তোমাকে লিখছি
চামড়া ফুঁড়ে রক্তশূন্য হাঁস উড়ে যায়
চাঁদের মাংস মুখে রাত্রিকোরক।ভাঙা কুঠিবাড়ি। ভাঙা নীলচাষ
মদের গন্ধে খুব শীত নামে। লোমের আস্তর লাগে সন্ধের
মিয়ানো ভাষায়। ভেড়ির দিগন্ত থেকে ফিনকির রেল
খোলে অবিচ্ছিন্ন খুনের ইশারা
তোমাকে লেখার খেলা পৃষ্ঠার ঠান্ডা মৃত দেশ
রাত্রি পেঁচিয়ে আনে অবলুপ্ত জিভের নেশায়

No comments:

Post a Comment