মিথ্যে প্রতিশ্রুতি
উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায়
কী এক অদ্ভুত বিশ্বাসের ভেতর শব্দ বুনছে কণ্ঠস্বর
মুখের ভেতর দপ দপ করে জ্বলছে আলো
বুকের ভেতর প্রতিহিংসার সহবাস
এ কেমন যুক্তির প্রলাপ, মানুষের স্বাধীনতা ক্ষুণ্ন করে
তোমাদের আশ্রয় যখন নিরাপদ আরো নিরাপদ কম্বলের নিচে শীত তাড়ায়
আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে দিব্যি হাততালি দিচ্ছ চা- টেবিলে
গল্পেরা সত্যিই গল্প বটে
নইলে তোমাদের শেকড় ঘিরে কী করে সমাজ অন্তর্বাসে বেঁধে রাখে মিথ্যে প্রতিশ্রুতি
No comments:
Post a Comment