Saturday, November 30, 2019

সোঁ সোঁ বিকেলের দিকে
সূরজ দাশ

বসত গেড়েছি মোমগলা মাটির প্রদেশে
আমার পিতৃপুরুষ এ গাঁ সে গাঁ হয়ে ভিনরাজ্যে
পৃথিবী নাড়ায়

পাখির ডানা থেকে ছিটকে আসে রোদ
শিকড়ে আঁকে পিথাগোরাস
বুকের পাঁজরে ভাজ করা আকাঙ্ক্ষা

মাটিতে লতানো শৈশব
আর ঘরে ফেরার টান

সোঁ সোঁ বিকেলের দিকে
বিছানা পাতে খণ্ড খণ্ড চুলের গোরায়


নাকছাবি


গাছের আড়ালে ওড়ে তোমার সম্মতি
গোটানো শরীরে কত কি অদৃশ্য হয়
কত কি লুকানো যায় এইখানে
শিশিরে লুকানো যায় নিজের ঠিকানা

যে কেউ জানলা খুলে মাঠের ভেতর যেতে পারে
মানুষের ব্যবহৃত রাতে যে কেউ পেতে পারে
এই আকাশ বিছানা, বাতাসে বাতাস, পরশমণি

জোছনার চাদর জড়িয়ে , গুটিসুটি সাপ
মাছভাজার গন্ধ পেতে রাস্তায় খোঁজে ভেপারের আলো

রাতের পৃষ্ঠা ওলটাতেই কেঁদে ওঠে সারিঙ্গা মাতাল
তেপান্তরের দিকে হেঁটে যায় ঘোষপাড়ার অল্পবয়সী চাঁদ
যাবো না যাবো না করেও সরে যায় বুকের ওড়না

গল্পের ঠোঁটে লিপস্টিক
আকাশ বললো, চল,
রিক্সায় যেতে যেতে তোমাকে দেখাবো আত্রেয়ীর নাকছাবি

1 comment: