অরুণাভ ভৌমিকের কবিতা
১। অবৈধ
আরতি চুমকিকে পেয়ে কাজের লোক
ছাড়িয়ে দিয়েছিল
সুধীর একগুচ্ছ বালিশ ছড়িয়ে
হেলান দিয়ে শুয়ে আছে
চুমকি বলল আমি কিন্তু
৬-৫০ এর ট্রেন ধরব।
২। অনুভব ১
শহীদ মিনার থেকে নামছে কুয়াশার মাঠ
শীত ও আয়ু জুবুথুবু হয়েছে হাতলহীন চাদরে
দশ ফুট বাই দশ ফুট রোদে বাজছে গোপন রহস্য
জামার জানালায় দেখে খানাতল্লাশির আর্তনাদ
খড়কুটো নিয়ে কেউ যদি হুডখোলা শহীদ মিনার
অশান্ত নীচু প্রহরে তবে ভাসে আবরণহীন বিকেল!
৩। খিদে ১
খিদে চায় অনায়াস লীনতাপ বর্ণমালার নরম স্পর্শ
অগোছালো পাতার নিচে তখন তো বৃষ্টির ঠোঁট
সে এক নড়বড়ে জন্মকাহিনী বনজ্যোৎস্নার স্তূপে
দেখে শুনে হেসে ওঠে খিদে জল মোছা আঙুলে
খিদে শিরোনামহীন খিদে অপাঠ্য ভ্রমণ কাহিনী
অসুখের জলসিঁড়ি বেয়ে উঠে আসা খেলার সময়!
৪। খিদে ২
ও
ঠ
ওঠ
যে এক
বিমর্ষ খিদে
তোমাকে জানাচ্ছি দ্রোহ
মুঠোর উচ্চতায় রেখেছ অতল
যখন আরো কিছুটা বিমর্ষ রাতের আঙ্গুলের ডগায়!
৫। মান্দাবাড়ির জঙ্গলে
জঙ্গলের সঙ্গে জঙ্গলে দেখা হোল
একজন মধ্যবয়সিনীর
কোন কথা হোল না
নৈঃশব্দ মুগ্ধ হয়ে গেল
নরম আলোতেই তার খেলা
অবাক দ্যাখে তার ছদ্ম বীতরাগ!
No comments:
Post a Comment