নিষিদ্ধকথা
অনিরুদ্ধ দেব
১।
চার হাত পা ছড়িয়ে শুয়ে আছি
রাস্তার মতো
বুকের ওপর দিয়ে এক এক করে চলে যাচ্ছে সব রেলগাড়ি গন্তব্যে
আমার বোধহয় বাড়ি ফেরা হবে না কোনো কাল
2।
আগুনের নদী থেকে তুলে আনা হলো
দুটো নির্জন দেহ
প্রেমিক প্রেমিকা বোধহয়
হয়তো রং তাদের আলাদা
সারা গা জুড়ে জারুলের ঘ্রাণ এখনও
3।
গল্পের রাজা আজও উলঙ্গ
নির্ভীক ছেলেটার শরীর মৃত্যুর নদী
আঙুল তুলবে কে!
আমাদের মেরুদন্ডে ঘুণের শহর।
4।
একটু একটু করে ঝরে পড়ছে
চাঁদের গা থেকে রূপোলী বালি
দুটি স্তিমিত দীর্ঘশ্বাসে সন্ধিক্ষণে বিগ ব্যাং থিয়োরি
আমি মৃত্যুর জন্ম হতে দেখেছি.....
অনিরুদ্ধ দেব
১।
চার হাত পা ছড়িয়ে শুয়ে আছি
রাস্তার মতো
বুকের ওপর দিয়ে এক এক করে চলে যাচ্ছে সব রেলগাড়ি গন্তব্যে
আমার বোধহয় বাড়ি ফেরা হবে না কোনো কাল
2।
আগুনের নদী থেকে তুলে আনা হলো
দুটো নির্জন দেহ
প্রেমিক প্রেমিকা বোধহয়
হয়তো রং তাদের আলাদা
সারা গা জুড়ে জারুলের ঘ্রাণ এখনও
3।
গল্পের রাজা আজও উলঙ্গ
নির্ভীক ছেলেটার শরীর মৃত্যুর নদী
আঙুল তুলবে কে!
আমাদের মেরুদন্ডে ঘুণের শহর।
4।
একটু একটু করে ঝরে পড়ছে
চাঁদের গা থেকে রূপোলী বালি
দুটি স্তিমিত দীর্ঘশ্বাসে সন্ধিক্ষণে বিগ ব্যাং থিয়োরি
আমি মৃত্যুর জন্ম হতে দেখেছি.....
"সারা গা জুড়ে জারুলের ঘ্রাণ" .... দারুন
ReplyDelete