Tuesday, June 19, 2018

মাহমুদ নোমানের কবিতা 


১.
চোরাটান

                   (উৎসর্গ: পিয়াস মজিদ'কে)
কলজের বঁডু ধ'রে —
টর্চলাইটের আলো মাড়িয়ে
ঐ-খানে ,
পাটিপাতা ঝোপের নিচে,
কলমিশাকে পেঁচিয়ে থাকা
কেরগলি সাপের ডেঁরায়;
টাকি মাছের ফুলকাতে
গেঁথে গেছে আন্ধা বড়কি।
কালো চুঁকচুঁকে কড়ায়ে ভেজে
আজ তুমি, হেসে উঠো
ভোজন সংগীতে।

No comments:

Post a Comment