নীলাঞ্জন সাহার চারটি কবিতা
১।আত্মকথা
সমুদ্রকে বেশি ভালোবাসি বলে
পাহাড় আমাকে চূড়ায় উঠতে দিলো না।
২। উপলব্ধি
চেষ্টা করে দেখলাম
নিজেকে নকল করাই সবচেয়ে কঠিন।
৩। সকাল
জলতরঙ্গের শব্দে ভাঙে ঘুম
হয়ত তুমি কোথাও চায়ের কাপে গুলে দিচ্ছো চিনি...
৪। মুগ্ধতা
তোমার বাগানে কত ফুল, প্রভু
আমি তবু তার নাকফুলে
সব মুগ্ধতা খরচ করে ফেললাম!
বাঃ !!! দুর্দান্ত লাইনগুলো। জাস্ট মুগ্ধতা
ReplyDelete