Sunday, June 17, 2018



বিপ্লব পাল


স্থিরচিত্র



স্থিরচিত্রে তুমি লাবণ্য মোড়ক
আমার অলিখিত ঠোঁট ছুঁইয়ে দেয় তোমার সরল স্রোতের মানচিত্র
আর কী বা আছে পুরুষের দারিদ্র রেখায়...
অথচ বৃষ্টি আসে ফোঁটা ফোঁটা অনবরত
দু’জনেই এলোমেলো ঘর আঁকি। ছুঁয়ে দেই বুকের দূরত্ব
বৃক্ষশিরার মতো বয়সের প্রান্তর

দেবীর অঘোষিত প্রেমিকের নদী বয়ে চলে একা

No comments:

Post a Comment