Tuesday, June 19, 2018

অনন্ত ইমরুলের কবিতা 

১. 
মা ও বাবা কিংবা ঈশ্বর

কলস ও পুকুরের সাথে মায়ের একটা
সম্পর্ক ছিল
সম্পর্ক ছিল,কচুরি ফুলের সাথেও
সেই কচুরি ফুল যখন বর্ষার পানিতে
ভেসে গিয়েছিল দূর কোন বিলে
তার বেদনা ঘুচাতেই বাবার এই
যাওয়া-আসা ত্রিবেণীর ঘাটে
ওখানে ইরা, পিঙ্গলা, সুশুমনা পথ ঘুরে
বাবা আমার সাধক
তারপর থেকেই মা, ছোট ছোট কাঁথায়
নকশি করতো আর গুনগুন করে
গান গাইত---

একদিন আঁতুড়ঘরে
অমাবস্যার চাঁদের উদয়
আর বাবার অপলকে অরূপ রূপের লীলা



২.
লাট্টুদার পাগড়ি

রেখে আসা লত্তির প্যাঁচে আনচান
কোন পাড়ায় যদিও থমক
জারুলের ছায়ার সৌহার্দে
              ঝিমগন্ধ হাওয়া---
              পাতারা যেন প্রপেলার
দাড়িয়াবান্ধার ঘরে সুষমার এ ঘুমকাল
কত নটিক্যাল মাইল এগিয়ে গেল!
তার পেশির আইস-ক্রিমে এ চাকার পাখি;
ক্রিংক্রিং বাড়ি জাগায়,

তার ফ্রকের ফিউজে আজও
জিইয়ে আছে আপেলের স্নেহ সব,

উপসংহার---
লাল তরমুজের ভিতর কালো দানা
চির লোকাল----

সেইসব যুবাদের খুঁজি
যারা ভেসে গিয়েছিল সুষমার অলকগুচ্ছের ঢেউয়ে---
গন্ধের সৈকতে তাদের পড়ে আছে সুখতলা।

No comments:

Post a Comment