একটি প্রাপ্তবয়স্ক হয়ে ওঠা কবিতা
বিশ্বজিৎ দাস
মেয়েটি সর্বস্ব, ছেলেটি পোড়ামাটি
হরফের রাজনীতিতে উপুড় হৃৎপিন্ডটি
দূরত্ব নয় বলা ভালো ঈর্ষা
মেয়েটি কালো, ছেলেটি ফর্সা!
মাথার উপরে খাড়া ঝোলানো
ছেলেটি নীরব, মেয়েটি আলো...
এসব আলোচনা পাড়ায় পাড়ায় চলে বাপ-মায়ের
আগ্নেয়গিরি পছন্দের ফলে! অসুখী মাঠের দিকে
এভাবে কত তারা উঠেছিল কে জানে...
No comments:
Post a Comment