মাথাভাঙ্গা সিরিজ থেকে দুটো কবিতা
------------------------------ ---------------------
বিপ্লব সরকার
মাথাভাঙ্গা
--------------
১)
পপকর্ন চিবানো গল্পের ভিতর দিয়ে
হেঁটে আসি
উদ্ধার করি ঘাসের গর্ভে লুকিয়ে রাখা সুচ
আমার শহরের জন্মকথা অবধি
অজস্র পাতার হকারগল্প বুনন
২)
এই শহরের অলিতে গলিতে
কবির উপদ্বীপীয় যন্ত্রণারা তাজা হয়ে ওঠে
অনেক দিন বদলের ইতিহাসের ভিতর
প্রচ্ছন্ন আজও প্রথম পিঙ্কিবেলার যাপনটুকরোগুলো
আর হৈমন্তি বিকেলের গায়ে এখন
ভাঙারী শব্দগুচ্ছ
No comments:
Post a Comment