হাসান রোবায়েতের কবিতা
পায়রার ঘর
*
বেড কভারে আঁকা ফুল— সারাদিন কাটাকুটি করে একটি ভগ্নাংশের দিকে তাকিয়েছে বাবা—
অথচ এমন হয়, ক্ষত শুকানোর পরে কিছুটা প্রসঙ্গ ভেক্টর বসে থাকে চাঁপাগাছ তলে—হোমিওপ্যাথির থেকে মুছে যায় শস্যের দিন—রণশরীরের দিকে যতখানি নিরোদ বরফ: সেখানেও পারাবত ওড়ে প্রাক্তন বীজের সাথে—কেমন সিঁধকাটা বল্লম শূন্য হতে হতে মিইয়ে যায় করতল
আজকাল জুতার কথা উঠলে বাবাকে কুড়োতে যায় কেউ—পায়রায় ঘরে
পায়রার ঘর
*
বেড কভারে আঁকা ফুল— সারাদিন কাটাকুটি করে একটি ভগ্নাংশের দিকে তাকিয়েছে বাবা—
অথচ এমন হয়, ক্ষত শুকানোর পরে কিছুটা প্রসঙ্গ ভেক্টর বসে থাকে চাঁপাগাছ তলে—হোমিওপ্যাথির থেকে মুছে যায় শস্যের দিন—রণশরীরের দিকে যতখানি নিরোদ বরফ: সেখানেও পারাবত ওড়ে প্রাক্তন বীজের সাথে—কেমন সিঁধকাটা বল্লম শূন্য হতে হতে মিইয়ে যায় করতল
আজকাল জুতার কথা উঠলে বাবাকে কুড়োতে যায় কেউ—পায়রায় ঘরে
No comments:
Post a Comment