মানুষ হবে!!
গায়েত্রী দেবনাথ
বা ষ্প জমা গলায় হুঙ্কার
ট্রামে বাসে
নিরুত্তাপ কথা বাতাসে
মৃত্যু নিঃশব্দ পায়ে
জিজ্ঞাসা করে
মানুষ হবে?
আকিবুকি ছবি
কচূরিপানার ডোবা বাধানো
পাগলির রাস্তা ওল্টানো
নিকষ অবয়ব
প্রতিদ্ধনি ফিরে যায়
কপালে রক্ত,’কনকচাপারা মৃত
দায়হীন অনায়াস
নদীটির মাতৃস্নেহ
মোহনার সূ্র্যাস্ত
লাল আভায়
লেলিনের শ্লোগান
কোলাজে— —মানুষ হবে!!
বাঃ
ReplyDelete