Sunday, June 17, 2018


উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায় এর কবিতা
অপরাধ ও শাস্তি
-----------------------


রুহিনা প্রতীক্ষায়।রুহিনার শরীর ঘিরে আঁশটে গন্ধ, অন্ধকার কালো হয়ে ভরিয়ে তুলেছে গ্রামীণ আকাশ।রুহিনা।রুহিনা।আর কোন কথা বলে না।


মাটির কাছাকাছি শায়াটা রক্তাক্ত বাতাসে, স্তন দুটিতে লোহার মোড়ক গাথা। হাতের উপর স্তিমিত সূর্যের আলোয় এখন আর অক্ষত নেই পবিত্র যোনি।
রুহিনা। রুহিনা। কেবল চুপ করে আছে

গ্রামটির ধার ঘেঁষে ভেসে চলেছে সেনাবাহিনীর উন্মুক্ত উচ্ছ্বাস। রাস্তার দ-ুপাশ ঘেঁষে কাঁটাতারের বেড়া যেন সূক্ষ্ম  গলির ভেতর দিয়ে বয়ে চলেছে
 দেশ প্রেম 
ভালোবাসা 
গুপ্তহত্যা 
অপরাধবোধ।

No comments:

Post a Comment