Sunday, June 17, 2018



লাল কাঁকড়া

জ্যোতির্ময় মুখার্জি 


মেয়েটি নাম ভুলেছে
.
যদিও এই প্রথমবার নয় এবং হয়তো শেষবার মাঘি পূর্ণিমায় আগুন জ্বলেছিল। বলাৎ শব্দের পর ঘুরতে ঘুরতে চুরি হয়ে গেছে আট’টি বছর
.
শরীরই যথেষ্ট নয়
শরীরের খোলে শরীর ঢাকবার
.
তারপর জাহান্নামের প্রসাদ খেয়ে সাঁতরেছিল মেয়েটি। অপটু সাঁতার শেষে, সাদা খই খই পায়ে থকথকে লাল কাঁকড়া

1 comment: