অনুরূপা পালচৌধুরীর কবিতা
ত্রিকোণ ছায়ার অখন্ডতা
------------------------------ -----
কুয়াশার কুপিতে ঘরপালং -এর ঘাসদেউরখা
মুখোমুখি গাঢ় দুপুরের মাঞ্জাদেওয়া শিলগাছ
আসলে ১চোরা বসন্তনখ্ : মুকুব করে দীর্ঘ ঘামরাস্তা
আধপোড়া সূর্যে দাসত্বের ঘুড়ি উড়িয়ে
পরিচয়বোধে আড়াল করি আয়তপথের বরফদেওয়াল
ভেসে যাওয়া ছায়াকোষ : আদতে বোবামোমের (+)(-)
অবশিষ্ট নগ্নজলে আলোফলের চিৎসাঁতার
তুমি কেঁপে ওঠো স্থলজ আয়ুর নাভি ছিঁড়ে
No comments:
Post a Comment