সীমান্ত সংঘর্ষ
স্বপন রায়
আমরা বলি, বারিষ
তোমরা?
শাম
আমরা সুর করে বলি, হুই শাম উনকা খয়াল আ গয়া
কি সুর, তোমাদের?
রাস্তা বেঁকে গেছে, বৃষ্টিবিকেলে মাটির পাংচার দিকে দিকে
বিকেল খাম হ’লে তার ভেতরে চিঠি
অনেক আগে
বাইকের নাম ইয়েজদি, নায়কের নাম
থাক
একটু খালি খালি ভাব থাক
খালিপন, তোমরা বল
আর আমরা কিভাবে যেন জড়িয়ে যাই
ফুটোফাটা সেলাই করে বৃষ্টি যখন
মনে পড়ে
কে যেন ঝুঁকে আছে সেলাইমেশিনের ওপরে
স্বপন রায়
আমরা বলি, বারিষ
তোমরা?
শাম
আমরা সুর করে বলি, হুই শাম উনকা খয়াল আ গয়া
কি সুর, তোমাদের?
রাস্তা বেঁকে গেছে, বৃষ্টিবিকেলে মাটির পাংচার দিকে দিকে
বিকেল খাম হ’লে তার ভেতরে চিঠি
অনেক আগে
বাইকের নাম ইয়েজদি, নায়কের নাম
থাক
একটু খালি খালি ভাব থাক
খালিপন, তোমরা বল
আর আমরা কিভাবে যেন জড়িয়ে যাই
ফুটোফাটা সেলাই করে বৃষ্টি যখন
মনে পড়ে
কে যেন ঝুঁকে আছে সেলাইমেশিনের ওপরে
No comments:
Post a Comment