সব রং ধুয়ে যাবার আগে
শুভদীপ ঘোষ
সব রং ধুয়ে যাবার আগে
ঘুমের সংলাপ জানে ডাকঘরের বারান্দায়
তবুও লেগে থাকে পুরোনো রোদের দাগ
ঠোঁটের অবশিষ্ট উচ্চারণ
মেহগনি গাছের নিচে চুপ করে দাঁড়িয়ে
বসন্তের মায়াবী চাঁদের ছায়া
মধ্যবিত্ত রমণীর ঘামের মত সৎ
কান্নাজাত খয়েরি পাতাদের অসুখ
সব রং ধুয়ে যাবার আগে
ঘুমের সংলাপ জানে ইদারার গভীরে
তবুও লুকিয়ে থাকে ফকিরের বর্ণমালা
No comments:
Post a Comment