রাহুল গাঙ্গুলী
বৃত্ত থেকে প্যারাবোলা
বৃত্ত থেকে প্যারাবোলা
------------------------------ ------------------------------ -----
কয়েকটা বিন্দু ~ ক্রমাগত সরলরেখা বুনছে
কয়েকটা সরলরেখা
ক্রমশ চোখের ব্যাসার্ধ
ক্রমশ কয়েকটা ঘুড়ি
যেন _______
চোখের ভিতর পুড়ছে সাজানো আগুন
আগুনের স্পর্শে ~ পোড়া ঘুড়িটার কোষ
আবহমান সময়ের প্রস্তুতি
প্রসূতি এলোমেলো
১টা গ্রহণ মুহূর্তের ছবি
------------------------------ ------------------------------ -----
মুখোমুখি হলেই @ ঝড়
জানি না।কতোটা অসুখ হলে
মাংসল ক্রিয়াপদ সন্ন্যাসী হয়ে ওঠে
অনভ্যস্ত ঝড়ো পূর্বাভাষ
শূন্যতা ভেদ করে চিঠির চলাচল
অযথা চুপিচুপি ______
ঘোর কাটলে ~ তলাতল চুষছে মিথোজীবী ব্রহ্মাণ্ড
No comments:
Post a Comment