শু ভ ম য় স র কা র-এর তিনটি কবিতা
_----------------------------- --------------------
শব্দ সিরিজ-৩
--------------------
ছুঁয়ে ফেলি নির্বাক শব্দ কিংবা
মোহহীন রাত
তারপর
শব্দ ছুঁয়ে দেয় নষ্ট চাঁদ
অবাধ্য ধানক্ষেত
সন্ধ্যের হাইওয়ে
তাই
সময় বলেছিলো সাক্ষী থাকুক এরা।
গতি ছুঁয়েছিলো শব্দ
শব্দ ছুঁয়েছিলো নীরবতা
যেভাবে ছুটে যায় অলৌকিক সময়
যেভাবে পড়ন্ত নরম আলোয়
স্নান সারে গাছ
অলস হয় ছায়া
সেভাবেই দীর্ঘ থেকে দীর্ঘতর শব্দহীনতায়
ছুঁয়ে ফেলি ব্যক্তিগত বিবর্ণ অক্ষরমালা।
শব্দসিরিজ-৪
--------------------
আরও এক শব্দসকাল
আরও এক কথাযাপনের ভোর
আরও কোনো মূক ও বধির রাত্রিযাপন
শেষে গড়ে ওঠে যাপন ধারাপাত।
তুমিও মেরুবাসী হবে জানলে
হিসেবি হতাম বর্ণমালা নিয়ে
যাপনচিত্রের ছবি গুছিয়ে সেদিন
আরও কোনো কুরুক্ষেত্রের পথে।
সব কথা বলা হয়নি অন্ধকারকে
সব যাপন শেষ হয়নি আজও
তবু কোনো শব্দভোরে অন্ধকার ফিকে হলে
শুরু হয় আমাদের কথাসকাল।
প্রেমপদাবলী
------------------
জলপ্রপাতের মতো অথচ শব্দহীন উচ্ছ্বাসহীন
আমাদের কথোপকথনগুলো
গূঢ় কিংবা সরল কোনো বাউলগানের মতো
খুলে দিয়েছিলো যত গোপন ভাঁড়ার।
সেইসব কথামালা ইতিহাস হয়ে
ছেঁড়া পাতা হয়ে
পত্রাবলী হয়ে
পদাবলী হয়ে ধারাপাতের মতো
ঝরে পড়েছিলো অনুগত জীবনে
অতিকথনের প্রলাপে বিপন্ন বিস্ময়ে
আর নির্ভরতায়।
No comments:
Post a Comment