ছন্দ পতন
তিসা মন্ডল
তিসা মন্ডল
একা থাকা রাত্রি গুলোর সাথে এখন তেমন যোগাযোগ নেই
কাফনের জলবায়ু বায়ুহীন-এ নেশার ছোঁয়ায়
তোমার গতিপথ,
আমার অন্তিমকালের সাথে মিলে যাবে।
পিছিয়ে চলা অশান্তি কখন
একদম শান্ত হবে,
তুমি স্পষ্ট স্পর্শ করতে পারবে না।
ঘাসের ঠোঁটে খসে পড়া ঝুমকো
চুমে যাওয়া তীব্র দুপুরেও,
কলমের বাহিনীরা দাঁড়ির অবস্থান না দেখেই চলে একগুচ্ছ রোদ্দুরের রোগে
প্রেমিকা নুপুর সৈনিক ছন্দ পতনের ভোগে।
দারুন👌👌
ReplyDelete