Tuesday, March 31, 2020

আঁধার লিপি


রঙ্গন রায়


টোটো গুলো এতো তাড়াতাড়ি চলে আসে 
আমাদের অপেক্ষা ফুরিয়ে যায় , 
এই যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া প্রতিটি মানুষ 
কত দুঃখকে বুকের ভেতর কবর দিয়ে 
মুখে সাদা কাফনের মত হাসি টেনেছে ... 
আসলে ইদানীং আনন্দের সাথে সম্পর্ক 
ঝিমিয়ে এসেছে প্রতিটি মানুষের - 
রাস্তার গর্তে জমে থাকা জলে যেভাবে 
চাঁদের আলোটুকু বেঁচে ...
তুমিও তো একটার পর একটা টোটো ছেড়ে দিতে পারো 
আরোও কিছু সময় আমরা রাস্তায় থাকতে পারি ... 
আমাদের শহর ভ্রমণ শেষ হয়নি এখনো । 
এসো , আরোও কিছুটা পথ অন্তত রাস্তার মত বাঁচি 

No comments:

Post a Comment